নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নুরুজ্জামান (২৫) নামের এক চালক আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যাচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার রহনপুরে। আজ শনিবার সকাল আটটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৌমুহনী এলাকায় ঘটনা ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, শনিবার সকালে যশোরের নোয়াপাড়া থেকে একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি উপজেলার চৌমুহনী এলাকায় পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক নুরুজ্জামান ট্রাকের মধ্যে আটকে যায়।
এসময় স্থানীয়রা রাজশাহীর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো জানান, ট্রাকটি হেলপার চালাচ্ছিল। চালক পাশে শুয়েছিলেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০