রাজশাহীর পবায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন আব্দুল মান্নান (৪৮)। তিনি নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া এ দুর্ঘটনায় এক কন্যা শিশু ও তার মায়ের মৃত্যু হয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা জানায়, নওহাটার আমান কোল্ড স্টোরের সামনে মাটি ভরাট করার ট্রাক্টরের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই শিশুসহ দুই জন নিহত হন।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। আর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে ওই শিশুর মাকে। একই হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন শিশুটির বাবা। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০