সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে ২নং ওয়ার্ডের বাগানপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে তিন শতাধিক শীতার্ত মানুষেল মাঝে কম্বল বিতরণ করেন, রাজশাহী মহানগর আ’লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, রাজশাহী মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। এ সময় মহানগর আ’লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক সহস্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০