নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতে স্বাভাবিক জনজীবন কিছুটা ব্যাহত হয়েছে। রোববার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত চলে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি নামে। দুপুরের আগ মুহূর্তে ও দুপুরের পরে ঝুম বৃষ্টিপাত হয়। এর আগে গত শনিবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে বৃষ্টিপাত হয়। ওই সময় ঝুম বৃষ্টি নামে। তবে রোববার সকাল থেকেই রাজশাহীর আকাশে ঘন কালো মেঘ দেখা যায়। সময়ের ব্যবধানে ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। এর কিছুক্ষণ পর থেকে শুরু হয় বৃষ্টিপাত। কিছু সময় বৃষ্টি নামা বন্ধ হলেও আবার শুরু হয় শুরু হয় বৃষ্টিপাত। দিনভর চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত।হঠাৎ বৃষ্টি শুরু হলে পথচারী ও সাধারণ মানুষজন বৃষ্টি থেকে বাঁচতে রাস্তার পাশের ভবনের নিচে আশ্রয় নেয়। কাউকে কাউকে আবার নিরুপায় হয়ে ভিজতে ভিজতে পথ চলতে দেখা দেয়।
দিনভর বৃষ্টি হওয়ায় স্বাভাবিক জনজীবন কিছুটা ব্যাহত হলেও আমন ধানের ব্যাপক উপকার হয়েছে। কারণ জেলার বিভিন্ন উপজেলার ধান ক্ষেতে পানি না থাকায় শুকিয়ে গিয়েছিল। বৃষ্টি নামার ফলে সে পানির অভাব পূরণ হয়। এ জন্য কৃষকেরা খুশি হয়েছেন।রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৫৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ ও সন্ধ্যা ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০