নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য শামিম রেজা অতির্কিত ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকার সেলিমের ছেলে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আদালত চত্বরে অবস্থিত সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অনির্দিষ্টকালের কলম বিরতির ডাক দেওয়া হয়েছে। রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিদুল হক জানান, বৃহস্পতিবার বেলা
সাড়ে ১১টার দিকে শামিমের উপর বুলনপুর এলাকার সাগরসহ বেশ কয়েকজন ছুরি ও হাতুড়ি দিয়ে অতর্কিতভাবে হামলা করে। তারা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে শামিমকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রেজিস্ট্রি অফিসের সামনের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। সদস্যের উপর হামলায় সমিতির পক্ষ থেকে অনির্দিষ্টকালের কলম বিরতির ডাক দেওয়া হয়েছে। এ ব্যাপারে রাজপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০