নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে তিন দিনব্যাপী মাইডাস এসএমই ট্রেড মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগর ভবনের গ্রীন প্লাজায় এ মেলা উদ্বোধন করেন কানাডিয়ান হাইকমিশনার বেনওয়া প্রিফোনটাইন। কানাডীয় সরকারের সহযোগিতায় মাইডাসের নারী উদ্যোক্তাদের জন্য বিপণন সহায়তা প্রোগামের আওতায় এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী ও নগর আ’লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনী। মেলায় বেসরকারী সংস্থা মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স এন্ড সার্ভিসেস-মাইডাস থেকে প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের তৈরি নানা ধরনের পোশাক, জুতা, ব্যাগ, ঘর সাজানোর উপকরণ, কসমেটিক্স ও মুখরোচক খাবার প্রদর্শিত হয়। মেলায় শতাধিক স্টল এই মেলায় অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০