নিজস্ব প্রতিবেদক : শনিবার মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টড়-এসিডি’র উদ্যোগে এবং ১১ নং ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে ওয়ার্ড ‘তামাকমুক্ত ঘোষণা’ শীর্ষক ক্যাম্পেইনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু। ক্যাম্পেইন প্রোগ্রামে অন্যদের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের জোন-৪ (ওয়ার্ড নং- ৯, ১১ ও ১২) এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আরা খাতুন, রাজশাহী মহানগর শ্রমিক লীগের সভাপতি বদিউজ্জামান খায়ের, ১১ নং ওয়ার্ডের সচিব ওয়াজুল ইসলাম, সমাজসেবক ওয়াজেদ আলী, রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাহাজীপাড়া মহল্লা কমিটির সভাপতি ইমরান হোসেন লিটন
প্রমুখ বক্তব্য রাখেন। এসিডির প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রানী বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা রাখেন, সংস্থাটির তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন শিমুল। এসময় অন্যদের মধ্যে এসিডির প্রোগ্রাম অফিসার মো. আনোয়ার হোসেন, রাজশাহী মহানগর তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য গঠিত ইয়ূথ গ্রæপের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ ১১ নং কর্মকর্তা কর্মচারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২০ সালের মধ্যে রাজশাহী মহানগরীর পাবলিক প্লেসগুলো শতভাগ ধূমপানমুক্ত, তামাক কোম্পানীগুলোর আইন বহির্ভুত বিজ্ঞাপন অপসারণসহ পুরো মহানগরীকে তামাকমুক্ত করতে ওয়ার্ডভিত্তিক এ ক্যাম্পেইন প্রোগ্রামের আয়োজন করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০