নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়াম এর পূর্বপাশের ড্রেন থেকে একটি পরিপক্ক মৃত নবজাতক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নবজাতককে ২/৩ দিন আগে ফেলা হয়েছে। খবর পেয়ে রাজপাড়া থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মৃত লাশ উদ্ধার করে নিয়ে যায়। ওই নবজাতকের দেহ থেকে ডিএনএ সংগ্রহ করা হবে।
এ তথ্য নিশ্চিত করে রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, এই নবজাতককে উদ্ধার করা হয়েছে। ডিএনএ সংগ্রহ করা হবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০