রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালী থেকে জিয়াউর রহমান জিয়া (৩৮) নামের এক মাদকসেবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি কাটাখালি থানার চক বেলঘড়িয়া গ্রামের মৃত কাশেমের ছেলে। আজ বুধবার সকালে ওই এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করে আরএমপির কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত জিয়া হেরোইন সেবন করতো। তার কোন বাড়িঘর নেই। ভাইদের বাড়ির পাশে থাকতো। দীর্ঘদিন ধরেই মাদক সেবন করতো। মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময়ে সে ডোবায় ডুবে যায়। স্থানীয়রা সকাল বেলা তার লাশ ডোবায়
ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কাটাখালি থানা পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে লাশের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। থানায় একটি ইউডি মামলা হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০