নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ডেন্টাল ডক্টর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নগরীর একটি রেস্টুরেন্টের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ডেন্টাল পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এইচ আরএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার
জেনারেল হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এইচ আর লিমিটেডের পরিচালক ক্যাপ্টেন শাহ আলম ও এম এইচ আর এর পরিচালক সেলিম রেজা। সেমিনারে রাজশাহী জেলা সহ বিভিন্ন এলাকার ৬৫ জন ডেন্টাল টেকনোলজিস্ট অংশগ্রহণ করেন। সেমিনারের আয়োজন করে ফ্যামিলি এগ্রো ফুড এন্ড হেলথ কেয়ার।
খবর ২৪ ঘন্টা এম/কে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০