নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর লক্ষীপুরে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডা. ডিএ রশীদের বিরুদ্ধে নারী রোগীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা ডাক্তারকে তার চেম্বারে অবরুদ্ধ করে রেখেছে। রোববার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর কাটাখালি থেকে জনৈক য্বুতী নারী (২৩) পপুলার ডায়াগনস্টিক সেন্টারে হরমোন বিশেষজ্ঞ ডা. ডিএ রশীদের কাছে তার চেম্বারে চিকিৎসা করাতে যান। এ সময় ডাক্তার চিকিৎসার ভান করে ওই নারীর শরীরে হাত দেন। এতে মেয়েটি চিৎকার করে বাইরে বের হয়ে স্বজনদের বিষয়টি জানান। স্বজনরা বিষয়টি জানতে পেরে ডাক্তারকে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে জানতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার শামিমের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মোবাইল রিসিভ করেন নি।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০