নিজস্ব প্রতিবেদক :
সারাদেশের ন্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগেও ট্রাফিক সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে। রোববার ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আরএমপির উদ্যোগে কর্মসূচী পালন করা হয়। সেই সাথে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র দেখা হয়। পরিপূর্ণ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহনকে ৩৭৫ টি মামলা দেওয়া হয়। আর কোন কাগজপত্র দেখাতে না পারায় ৯ টি মোটরাসাইকেল ও ৯টি সিএনজি আটক করা হয়। এগুলো জব্দ করে নিয়ে যাওয়া হয়। রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ চেকপোস্ট করা হয়।
নগরীর গুরুত্বপূর্ণ যে ৪টি চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র দেখা হয় সে স্থানগুলো হচ্ছে, গোরহাঙ্গা, নওদাপাড়া আমচত্বর, লক্ষীপুর মোড় ও সাহেব বাজার জিরো পয়েন্ট। এ সব পয়েন্ট দিয়ে যাওয়া যানবাহনগুলোর কাগজপত্র ঠিক আছে কিনা যাচাই করা হয়। যারা কাগজ দেখাতে সমর্থ্য হয়েছে তাদের ছেড়ে দেওয়া হয় এবং যারা কাগজপত্র দেখাতে পারেনি তাদের মামলা দেওয়া হয়। এ ছাড়া একেবারেই যারা যানবাহনের কোন কাগজপত্র দেখাতে পারেনি তাদের যানবাহনগুলো আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, আরএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ-২০১৮ উদযাপন করা হয়েছে। এদিন, নগরীর ৪টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। চেকপোস্টের মাধ্যমে মোট ৩৭৫ টি মামলা দেওয়া হয়। এরমধ্যে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন রয়েছে। এ ছাড়া কোন কাগজপত্র দেখাতে না পারায় ৯টি মোটরসাইকেল ও ৯টি সিএনজি আটক করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০