নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুলিশ লাইনে অবস্থিত শহীদ মামুন মাহমুদ স্কুল এন্ড কলেজে আরএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিক বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ কর্মশালা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি (ট্রাফিক) অনির্বান চাকমা। বিশেষ অতিথি ছিলেন, এসি (ট্রাফিক)মোঃ ইফতে খায়ের আলম। সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা।
অনুষ্ঠানটি কর্মশালায় ট্রাফিক বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। প্রধান অতিথি ট্রাফিক নিয়ম কানুন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে মোটরসাইকেলে তিনজন আরোহন না করা, হেলমেট ছাড়া গাড়ী না চালানো, অপ্রাপ্ত বয়স্ক চালকের গাড়ী না চালানো, রাস্তা পারাপারের নিয়ম ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০