নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার আইল্যান্ডে উঠে চালকসহ দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, ট্রাক চালক মাজদার (৩৫) ও অপর একজন। আহত ট্রাক চালক নগরীর তালাইমারী এলাকার মৃত খবিরের ছেলে। গতকাল শুক্রবার সকালে নগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার সকালে একটি বালুবাহী ট্রাক নগরীর ভদ্রা এলাকা যাচ্ছিলো। পথে ট্রাকটি রাজশাহী রেলওয়ে
হাসপাতালের সামনের রাস্তায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডের উপর উঠে যায় এবং ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ট্রাক চালকসহ দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘন্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০