নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকায় ট্রাক চাপায় রানা (২৮) নামের এক মাছ ব্যবসায়ী নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহত সাইকেল আরোহী হলেন মতিহার থানাধীন বামনশিকড় এলাকার হাসেম আলীর ছেলে। ঘটনার পরে এলাকাবাসী ট্রাক চালক গনধোলায়ের শিকার হয়। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি ওই এলাকার ঘেতন মন্ডলের পুত্র জমসের।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ ব্যবসায়ী রানা ও জমসের সাইকেলে করে খড়খড়ি বাজারে মাছের আড়তে যাচ্ছিলেন। এ সময় খড়খড়ি বাজারে পাঙ্গাস মাছ আনলোড করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-১২৯০) বেলপুকুরের দিকে যাচ্ছিলো। পথে ট্রাকটি রানা ও জমসেরকে চাপা দেয় । এতে ঘটনস্থালেই তার মৃত্যু হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাকটি রাস্তারা পাশে
থেমে থাকা একটি ভুটভুটিকেও ধাক্কা দেয় এবং ভুটভুটি চালক গাড়ী থেকে লাফ দিয়ে নিজের জীবন রক্ষা করেন। ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনগন তাকে ধরে গনধোলাই দেয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতর ও বিশ^বিদ্যালয় স্টেশনের একটি দল আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আর নিহতের লাশ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। এছাড়া ট্রাকটি জব্দ করে থানা নেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হবে বলে তিনি জানান।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০