নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মিদুল নামের এক পথচারী নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি নগরীর মালদা কলোনীর মোতাহারের ছেলে। বৃহস্পতিবার বিকেলে নগরীর উপশহর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক নজরুলকে আটক করা হয়েছে। সেই সাথে ট্রাকটিও জব্দ করা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমানউল্লাহ জানান, বৃহস্পতিবার বিকেলে নগরীর উপশহর এরাকায় বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় পথচারী মিদুলসহ দু’জন
আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিদুলকে মৃত ঘোষণা করেন। তবে অপর পথচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ট্রাকের চালক নজরুলকে আটক করে ও ট্রাকটি জব্দ করে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি আরো জানান।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০