নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রাইভেট কার ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেট কারের চালক আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতের নাম জানা যায়নি। শনিবার রাত ৯টার দিকে নগরীর নওদাপাড়া মহিলা পলিটেকনিকের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে নওদাপাড়া মোড়ের দিক থেকে একটি ট্রাক যাচ্ছিলো। এ সময় সামনে থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-
মুচড়ে যায় ও ট্রাকটিও সামান্য ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে নগরীর শাহমখদুম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কার চালককে আহতবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। কারটিও উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার জন্য র্যাকারকে খবর দেওয়া হয়েছে। কারে যাত্রী না থাকায় তেমন কিছু হয়নি। এ বিষয়ে শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান কলেন, ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কারের চালক আহত হয়েছে। প্রাইভেট কারটি উদ্ধারের চেষ্টা চলছে। কারের ভেতরে যাত্রী না থাকায় তেমন হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারটি ভেঙ্গে গেছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০