নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে ধানবোঝাই ট্রাক উল্টে ২ ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও ২ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার পলান সরকারের ছেলে মোহন (২৮) ও তার চাচাতো ভাই রাশেদ (২৩)। এ ঘটনায় ট্রাকচালক সাগর হোসেনসহ (২০) আরও একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মোহনপুর থানার ওসি আবুল হোসেন বলেন, এদিন সকালে ধানবোঝাই করে মিনি ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ট্রাকটি মোহনপুর মেডিকেল মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোহন ও রাশেদের মৃত্যু হয়। তারা ট্রাকে ধানের বস্তার ওপরে বসেছিলেন।
তিনি বলেন, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। এছাড়া আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের একই হাসপাতাল মর্গে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০