নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে অটোরিক্সার ধাক্কায় বাদশা (৪৫) নামের একব্যক্তি নিহত ও চার যাত্রী হয়েছেন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর মোল্লাপাড়া লিলি সিনেমা হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, দারুশা সংযোগ সড়ক থেকে একটি অটোরিকশা বাইপাস সড়কে উঠছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি
ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অকোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে বাদশা নামের এক যাত্রী ঘটনাস্থলে মারা যায় ও আরো চার যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ তথ্য নিশ্চিত করে কাশিয়াডাঙ্গা থানার এসআই মশিউর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে ধরা যায়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০