রাজশাহী মহানগরীতে ২১৬ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ দুই ভাইকে আটক করেছে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ। আটককৃতরা হলো, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সাব-ডিপো কোয়ার্টার্সের মকসেদ আলীর ছেলে মোঃ হামিম (২৭) ও ফারুক (৩০)।
জানা গেছে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশের একটি দল গত ৬ জুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃ বিভাগের দক্ষিন পার্শ্বে মাইক্রোস্ট্যান্ডের ছাপরা ঘরের মধ্যে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল (Tapentadol) বিক্রয়ের জন্য অবস্থান করছে।
বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে২১৬ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ দুই ভাইকে আটক করে।
উল্লেখ্য যে, ব্যথানাশক হিসেবে ব্যবহৃত 'টাপেন্টাডল' জাতীয় ওষুধকে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। মাদকসেবীরা এ জাতীয় ওষুধকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করায় একে 'খ' শ্রেণির মাদকদ্রব্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০