রমজানকে সামনে রেখে ফ্যামিলি কার্ডের মাধ্যমে রাজশাহীতে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে মহানগরীর ২৪টি পয়েন্টে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়।
শুক্রবার থেকে রাজশাহীর নয় উপজেলায়ও টিসিবি পণ্য বিক্রি করা হবে। তবে প্রথম দিনই টিসিবি পণ্যের জন্য লম্বা লাইন লক্ষ্য করা গেছে।
এবার জেলায় এক লাখ ৯৯ হাজার ১৪০টি পরিবারকে
দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড। এর মধ্যে সিটি করপোরেশনের ৫৫ হাজার কার্ডধারী রয়েছেন।কার্ডধারীরা এক কেজি চিনি ৬০ টাকায়, এক কেজি ছোলা ৫০ টাকায়, ৭০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন কিনতে পারবেন।
টিসিবির রাজশাহী বিভাগীয় অফিস প্রধান শাহিদুল ইসলাম জানান, আজ সকালে শুধু শহরের ২৪টি পয়েন্টে টিসিবি পণ্য বিক্রি শুরু করা করেছে। শুক্রবার (১০ মার্চ) থেকে জেলার নয় উপজেলা এলাকায়ও টিসিবি পণ্য বিক্রি করা হবে। বাকি কার্ড রয়েছে জেলার ৯ উপজেলায়। রাজশাহীতে মোট ১১৭ জন পরিবেশকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
আর টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা প্রতি বরাদ্দে একবার পণ্য কিনতে পারবেন বলেও এ সময় উল্লেখ করেন এ কর্মকর্তা।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০