রাজশাহী মহানগরীর বিভিন্ন দর্শনীয় স্থানে অশ্লীল টিকটক ভিডিও তৈরি করে ইউটিউবে ছেড়ে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিপদগামী করার অপরাধে আপন দুই বোনসহ ৯ জন তরুণ-তরুণীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার ( ১ জুন) দিবাগত রাতে নগরীর বিভিন্ন দর্শনীয় স্থানে অশ্লীল ও আপত্তিকর ভিডিও তৈরির অপরাধে অভিযান চালিয়ে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তাদের আটক করে। এ ৯ জন তরুণ-তরুণীকে পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক ও বিমান চত্বর এলাকা থেকে আটক করা হয়। এ নিয়ে আজ বুধবার আরএমপির সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।
আটককৃতরা হলেন, নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন হোসনিগঞ্জ এলাকার আকরাম আলীর দুই মেয়ে সাথি খাতুন (১৪) ও আরোশী আক্তার মুন্নী ওরফে নিগার ওরফে চেতনা খাতুন (১৬), রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর জরমডাঙ্গা গ্রামের আইনাল হকের মেয়ে জান্নাত ওরফে লাবনী (১৭), নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার সাদেক মিয়ার ছেলে মমিনুল ইসলাম (২৪), মৃত আব্দুস সোবহানের ছেলে এসএম শিহাব ওরফে অন্তর (২৫), পাবনা জেলার ঈশ্বরদী থানার নারিচা গ্রামের নুরুজ্জামানের ছেলে ও বর্তমান বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার অভিনন্দন ছাত্রাবাসের বোর্ডার মাহমুদুল হাসান ওরফে মেহেদী (১৭), পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে শরিফুল ইসলাম (২০), নগরীর এয়ারপোর্ট থানার বিরস্তইল গ্রামের মৃত মাহবুরের ছেলে ইসতিয়াক আহমেদ রিফাত
(১৯) ও পবা উপজেলার বড় ভালাম গ্রামের মনির মন্ডলের ছেলে লালন শাহ (২৪)।
জানানো হয়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নগরীর বিভিন্ন স্পটে ইউটিউবে প্রদর্শনের জন্য উঠতি বয়সের স্কুল-কলেজ পড়ুয়া যুবক-যুবতী রাজশাহীর বিভিন্ন দর্শনীয় স্থানে অশ্লীল ও আপত্তিকর টিকটক ভিডিও বানাচ্ছে। বিষয়টি জানতে পেরে আরএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) আরেফিন জুয়েলের সার্বিক তত্ত¡াবধানে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর বিশেষ বিশেষ স্পটে অভিযান শুরু করে। এ সময় পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক, বিমান চত্ত¡র এলাকা হতে অশ্লীল ও আপত্তিকর টিকটক ভিডিও বানানোর অপরাধে ৯ জনকে আটক করে।
আরো জানানো হয়, রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকেই এধরনের ভিডিও তৈরি করে নৈতিকভাবে ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। অশ্লীল ও আপত্তিকর টিকটক, লাইকি ও বিগো লাইভ ভিডিও সমাজের নৈতিক অবক্ষয় ও যুবক সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অপর দিকে দুষ্টচক্রের হাতে পড়ে অনেক নারী শ্লীলতাহানীসহ কোমলমতি শিশু-কিশোররা পাচার হচ্ছে। এমনকি অনেকে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পরাসহ মাদক সেবন এবং মাদক ব্যবসায় জড়িত হচ্ছে। টিকটক কিশোর অপরাধের মতো ঘটনা উস্কে দিচ্ছে। নগরীতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে নগর পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০