নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে। এতে মৌসুমি ফসলসহ ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নগরজুড়ে জলাবদ্ধা দেখা দিয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ভাল না হওয়ায় এ জলাবদ্ধদা দেখা দিয়েছে। সোমবা সকাল ৭টা থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত এ বৃষ্টিপাত হয়।
সোমবার সকাল থেকেই রাজশাহীর আকাশে কালো মেঘ জমতে শুরু করে। সকাল ৭টার দিকে প্রচÐ বেগে বাতাস শুরু হয়। এর কিছুক্ষণ পর থেকেই প্রচÐ ঝড় ও শিলা বৃষ্টি শুরু হয়। সেই সাথে নগরজুড়ে একসাথে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়।
শিলা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। মাঠে জমির কাটা ধান পানিতে ডুবে গেছে। আর পাকা ধান শিলা বৃষ্টিতে ঝরে গেছে। যাতে কৃষকরা লোকসানের শঙ্কা করছেন। এর আগে আমন ধানেও লোকসান হয়।
রাজশাহীর তানোর এলাকার মামুন নামের এক কৃষক জানান, তার জমির সব ধান শিলায় ঝরে গেছে। তার মত মাঠের প্রায় সব ধানের ক্ষতি হয়েছে। এতে তারা ক্ষতির মধ্যে পড়েছেন।
এদিকে, আড়াই ঘণ্টার বৃষ্টিতে রাজশাহী মহানগরজুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। মেইন রাস্তাসহ পাড়া-মহল্লার রাস্তাগুলো পানিতে ডুবে গেছে। স্থানীয়দের অভিযোগ নিয়মিত ড্রেন পরিস্কার না করায় জলাদ্ধতার সৃষ্টি হয়। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতার কারণে মানুষ বাইরে বের হতে পারছেনা। বিশেষ করে অফিস-আদালতগামী ও এইচএসসি পরীক্ষার্থীরা চরম বিপাকের মধ্যে পড়েন।
নগরীর বেশির ভাগ এলাকাতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হালকা বৃষ্টিপাত হচ্ছিল।
রাজশাহী আবহাওয়া অফিস জানায় সোমবার সকালে রাজশাহীতে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০ নটিক্যাল মাইল।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০