নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় প্রচন্ড ঝড়ের সাথে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ বৃষ্টিপাত শুরু হয়। তবে প্রায় আধা ঘন্টা সময় ধরে প্রচুর বৃষ্টিপাত হয়। শিলা বৃষ্টিতে আমনের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিক থেকে রাজশাহী আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে আকাশে মেঘের ঘনঘটা আরও বেড়ে যায়। বিকেল পৌনে পাঁচটার দিকে ঘন কালো মেঘের সাথে প্রচন্ড ঝড় বইতে শুরু করে। এর কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় প্রচণ্ড ঝড় ও শিলা বৃষ্টি। বৃষ্টি পড়ার আগেই শিলা বৃষ্টি পড়তে দেখা গেছে। ১৫ থেকে ২০ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়।
সেই সাথে প্রচুর শিলাবৃষ্টিতে পাকা বোরো ধান ও কেটে রাখা বোরো ধানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়ে। বিকেল পৌনে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খুব জোরে বৃষ্টিপাত হয়। বিকেল ৫ টা ৫৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীতে বৃষ্টি অব্যাহত ছিল। তবে ঝড় ছিল না। রাজশাহী মহানগর ও এর আশেপাশের উপজেলাতেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০