স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রীড়া অধিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ রাজশাহী বিভাগীয় ফুটবল দল গঠনের জন্য জেলা ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন, রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা
ফুটবল এসোসিয়েশনের সভাপতি ডাবলু সরকার। স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার আফম ওবায়দুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ খাদেমুল ইসলাম। কোচের দায়িত্ব পালন করেন, জহির ইকবাল ভোলা। বাছাই প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে ২৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। রাজশাহী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ও শারীরিক শিক্ষা কলেজের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০