নিজস্ব প্রতিবেদক : নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে এসিডিতে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার এসিডির হল রুমে শারীরিক দূরুত্ব বজায় রেখে এ সমাবেশের আয়োজন করা হয়। যুব সমাবেশের সভাপতিত্ব করেন, এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার। প্রধান অতিথি ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মনজুর কাদের। বিশেষ অতিথি ছিলেন, সহকারী তথ্য কর্মকর্তা আব্দুল আহাদ এবং ব্র্যাকের প্রজেক্ট কোঅর্ডিনেটর ফিরোজুল ইসলাম। ব্র্যাক এর সহযোগিতায় ও এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলেপমেন্ট-এসিডি’র আয়োজনে এই যুব সমাবেশের অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত করা হয়। প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ভিডিও চিত্র প্রদর্শণী, নাটক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মপরিকল্পনা প্রণয়ণ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজের মাধ্যমে পাঁচ জনকে পুরস্কৃত করা হয়। সবশেষে ‘নারী ও শিশুর প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন’ স্বাক্ষরতা অভিযানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুহুল আমিন, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার রায়হানুল ইসলাম এবং এসিডির ইয়ুথ গ্রপের সদস্যবৃন্দ।
এসম/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০