রাজশাহীর কাটাখালি পৌরসভার সাবেক মেয়র ও জামায়াত নেতা অধ্যাপক মাজিদুর রহমানকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে তার বাড়ি কাটাখালি পৌরসভার মাসকাটাদিঘীতে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে আটক করে কাটাখালি থানা পুলিশ। তিনি রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব
পালন করছেন। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি গত পৌরসভা নির্বাচনে কাটাখালি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। এ বিষয়ে আরএমপির কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান বলেন, ওয়ারেন্ট থাকায় জামায়াত নেতা অধ্যাপক মাজিদুর রহমানকে আটক করা হয়েছে। বুধবার আদালতের প্রেরণ করা হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০