নিজস্ব প্রতিবেদক :রাজশাহীতে গোপন বৈঠক করার সময় জিহাদি বইপত্রসহ জামায়াত ইসলামীর ১২ নারী কর্মীকে আটক করেছে মতিহার থানা পুলিশ। আজ সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মতিহারের বেলঘরিয়া এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গোপনে তারা খবর পান মতিহারের বেলঘরিয়া এলাকার মীর হোসেনের বাড়িতে কিছু সংখ্যক নারী গোপন বৈঠক করছেন। এমন সংবাদের ভিত্তিতে তারা ওই বাড়িতে সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন। এ সময় জামায়াতের নগর শাখার ১২ নারী কর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমীর গোলাম আজম ও দণ্ড পাওয়া নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীসহ তাদের সংগঠনের বিভিন্ন লেখকের জিহাদী বইপত্র ও লিফলেট জব্দ করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেষ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি মেহেদী হাসান।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০