নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত ৪৭ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ আগামীকাল রোববার সকাল ১০টার দিকে উদ্বোধন করা হবে। নগরীর শারিরীক শিক্ষা কলেজ মাঠে শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এমপি কেরামত আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আলমগীর, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান ও এ ছাড়াও বিভিন্ন শিক্ষাবোর্ডের
চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ শামছুল হুদা।
ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজশাহী শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ শামছুল হুদা, ও রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর তরুণ কুমার। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান আবুল কালাম আজাসহ টুর্নামেন্ট কমিটির কর্মকর্তাবৃন্দ।জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে ৮০টি স্কুলের ৫২৮ জন ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছে। ফুটবল, হ্যান্ডবল-কাবাডি, সাঁতার, ছাত্রছাত্রী। ভেন্যু-শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০