নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে জাতীয় শ্রমিকলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের মহানগর শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। এরমধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, র্যালী, কেক কাটা ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। শুক্রবার বেলা ১১ টার দিকে নগরীর কুমার পাড়া সংলগ্ন রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কার্যালয়ে কেক কাটা হয়। রাজশাহী মহানগর শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালি খানের সভাপিতত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সোহেলের
পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল হান্নান, আবদুর রউফ এন্তাজ আলী, যুগ্ম সম্পাদক শরিফ আলী মুনমুন, আইনুল হক, একে এম শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সেলিম রেজা বাইরন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ রাজশাহীর বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।পরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর কাদিরগঞ্জ সংলগ্ন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনা’র সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০