নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর জাতীয় পার্টির আয়োজনে মঙ্গলবার দুপুরে তৃনমূল কর্মীসভা অনুষ্ঠিত হয়। নগরীর সিমলা মার্কেট চত্বরে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করেন মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি ওয়াসিউর রহমান দোলন। প্রধান অতিথি ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি সাহাবুদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পাটির্র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোলাইমান বিপ্লব। সভা পরিচালনা করেন মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিন্টু। অন্যদের মধ্যে ইউ.এস.এ যুব ফাউন্ডেশনের সভাপতি ও ইউ.এস.এ রাজশাহী জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আকন্দ, চারঘাট থানা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট ইকবাল হোসেন, পুঠিয়ার সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, পবা থানার আহবায়ক মাওলানা ইয়াকুব আলী, মহানগরের সহ-সভাপতি এ.বি সিদ্দিক পল্টু, গোদাগাড়ীর সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম কালু, মহানগরের যুগ্ম সম্পাদক
মোক্তার আলী, মহানগর নেতা ইদ্রিস আলী, মহানগর মহিলা পার্টির নেতৃ সীমিত নাহার হিমেল, বাঘা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, চারঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আজিবর, মহানগরের সহ-সম্পাদক তরিকুল আলম, নেতা শামীম সরকার, মোহনপুর মহিলা পার্টির সাধারণ সম্পাদক রিনা খানম, নওহাটা পৌর আহবায়ক সাইদুর রহমান, মহানগর নেতা শাহাদত হোসেন ও বাঘা উপজেলা নেতা অধ্যক্ষ আব্দুল রাজ্জাকসহ জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় শাহ্ মখ্দুম পলিটেকনিক্যাল এর অধ্যক্ষ লতিফুর রহমান ও মেরিডিয়ান কোচিং সেন্টারের অধ্যক্ষ আইনুল হক জাতীয় পার্টিতে যোগদান করেন। সাহাবুদ্দিন বাচ্চু তাদের ফুলের তোড়া দিয়ে গ্রহন করেন।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০