নিজস্ব প্রতিবেদক : সারাদেশে আগামী ২৫- ৩১ অক্টোবর-২০২১ ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হবে। রাজশাহী মহানগরীতে জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর প্রস্তুতিমূলক প্রথম জোনাল অপারেশন কার্যক্রম বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশন শুমারী/জরিপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশন শুমারী/জরিপ কমিটির সভাপতি ও মাননীয় সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় রাজশাহীর যুগ্ম পরিচালক এস.এম আনিসুজ্জামান জনশুমারি ও গৃহগণনা বিষয়ে সার্বিক কার্যক্রমের তথ্য চিত্র উপস্থাপন করেন।
“জনশুমারী আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন জনশুমারীতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” শ্লোগানকে সামনে রেখে বিভাগীয় পরিসংখ্যান অফিস রাজশাহী ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন জনশুমারি ও গৃহগণনা এর প্রস্তুতিমূলক প্রথম জোনাল অপারেশন কার্যক্রম বিষয়ক অনুষ্ঠিত এ সভায় মঞ্চে উপবিস্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, কমিটির সদস্য রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-
পুলিশ কমিশনার সাজিদ হোসেন। সভায় মুক্ত আলোচনায় রাসিকের কাউন্সিলরবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সভায় রাসিকের কাউন্সিলরবৃন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডার ডা. আব্দুল মান্নান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান, মাননীয় মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ঈ-সাঈদ, বিভাগীয় পরিসংখ্যান কর্মকর্তা মাহমুদা বেগম, জেলা সহকারী পরিসংখ্যান অফিসার আসিফ ইকবাল ও জোনাল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০