রাজশাহী মহানগরীতে ছুরিকাঘাতে মিজানুর রহমান মিজান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ব্যাটালিয়ন আনসার সদস্য বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। নিহত যুবক নগরীর হেতেমখা এলাকার মোহাম্মদ মিন্টু মিয়ার ছেলে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
[caption id="attachment_115447" align="alignnone" width="960"] হামলাকারী[/caption]
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার সন্ধায় মারামারিতে তিনি গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমিন বলেন, ছুরিকাঘাতে আহত হয়ে এসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। কি নিয়ে মারামারিতে তিনি আহত হয়েছিলেন তা জানা যায়নি।
এস/আর নিহ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০