নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ভদ্রা মোড় এলাকা থেকে ছিনতাই হওয়া ১৭টি সোনার বারের মধ্যে ১৬ টি উদ্ধার হয়েছে। এ ঘটনায় চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রসূল কুদ্দুস খুদেবার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। তিনি বলেন, ছিনতাই হওয়া ১৭টি সোনার বারের মধ্যে ১৬টি উদ্ধার হয়েছে এবং মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। বেলা ১১ টায় বিশেষ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত সোমবার সকাল সাড়ে আটটার দিকে নগরীর ভদ্রা এলাকা থেকে ১৭ টি সোনার বার ছিনতাই হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০