নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ঘুড়ি ওড়াতে গিয়ে চারতলার ছাদ থেকে পড়ে এক পলক (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক নগরীর ষষ্ঠীতলা এলাকার টুটুলের ছেলে।
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, শুুুক্রবা বিকেল ৫ টায় ছাদ থেকে পড়ে যাওয়ার পর দ্রুত পলককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০