বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ছাত্রলীগের এক সদস্যর বিরুদ্ধে পৌর যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। পৌর যুবলীগের সাধারন সম্পাদক জুবাইদুল হক এ অভিযোগে ছাত্রলীগ কর্মী জাহিদ হাসানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। জাহিদ হাসান পৌর সভার দক্ষিন মিলিক বাঘার জালাম উদ্দীনের ছেলে। সে পৌর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
অভিযোগ সুত্রে জানা যায, বুধবার বিকেল উপজেলার পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় বসে ছিলেন জুবাইদুল। এ সময় হঠাৎ করেই তার উপর চড়াও হয়ে কোদালের বাট দিয়ে এলোপাথারি মারধর করে। এতে আহত হন জুবাইদুল। স্থানীয়দের সহায়তায় সেখান থেকে বাঘা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
পরে জাহিদ হাসানের বিরুদ্ধে অভিযোগ করেন জুবাইদুল। জাহিদ হাসানের হয়ে মেহেদী হাসান বুধবার ডিগ্রী প্রথম বর্ষের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় দেয়। এই সময় তার প্রবেশপত্র যাছাই বাছাই করে ভূয়া পরীক্ষার্থী হিসেবে আটক করা হয়।
পরে মেহেদী হাসানকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) যোবায়ের হোসেন পাবলিক পরীক্ষা (অপরাধ সমূহ) ১৯৮০ সালের ৩ এর (ক) দন্ডবিধি মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এই সময় তাকে ধরিয়ে দেয়ার অভিযোগে মারপিট করা হয়।
আত্নগোপনে থাকায় জাহিদ হাসানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান, অফিসার ইনচার্জ রেজাউল হাসান ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০