নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ছাত্রলীগের এক কর্মীকে ধরে পুলিশের সোপর্দ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ছাত্রলীগ কর্মী আকিফ-ই-রাব্বির বাড়ি নগরীর সাগরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার গোলাম নবীর ছেলে।
পুলিশ জানায়, রাজশাহীর মহানগর যুবলীগের নেতা ও দুই হাতে পিস্তল নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলাকারী জহিরুল ইসলাম রুবেলের সহযোগী ছিল রাব্বি।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ বলেন, ছাত্রলীগ কর্মী রাব্বিকে নগরীর লোকনাথ স্কুলের মোড় থেকে ধরে ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০