নিজস্ব প্রতিবেদক: তানোরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সন্তান ওসহ ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।
তাদের কাছ থেকে ৪৭ পিচ ইয়াবা জব্দ করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এস আই সাইফুল ইসলাম, আজ মঙ্গলবার সকালে তাদেরকে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গুবিরপাড়া গ্রামের এমরান আলী মোল্লা এর পুত্র রাজশাহী বোয়ালিয়া থানার মামলার ৪৭(৯)/১৫ ওয়ারেন্টভূক্ত আসামী নাজমুল হুদা ওরফে মিঠু (২৫), ১১ পিচ ইয়াবাসহ আটক কামারগাঁ ইউপির সাবেক মেম্বার
ও চকপ্রভুরাম গ্রামের মৃত উসমান আলীর পুত্র লুৎফর রহমান (৩৮), তার সহযোগী উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আব্দুর রহমানে পুত্র মতিউর রহমান (৪৩), ৩৬ পিচ ইয়াবাসহ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুস সালামের পুত্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজু আহম্মেদ (২৩), পৌর এলাকার সিন্দুকাই গ্রামের আফসার আলীর পুত্র মাদকসেবী বাবুল হোসেন (৫০) ও একই এলাকার মৃত ইসাহকের পুত্র রিয়াজ উদ্দীন (৪২)।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০