নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে চেকপোস্টে তল্লাশীর সময় একটি পিস্তল, ৬টি গুলি ও একটি ধারালো চাকুসহ তিনজনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ষষ্টিতলা চাউলপট্টি মোড়ে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, নগরীর শাহমখদুম থানার সপুরা এলাকার রনজিৎ হালদারের ছেলে অভিজিৎ হালদার রিংকু (২২), নগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকার খলিলুর রহমান খলিলের ছেলে আমির হোসেন (১৬) ও নগরীর মাস্টারপাড়া এলাকার এমাজ উদ্দিনের ছেলে মোবারক হোসেন (১৭)।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল পুলিশ ফাঁড়ির এএসআই মাইনুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ ষষ্টিতলা চাউল পট্টি মোড়ে বেলা নিয়মিত চেকপোষ্ট করার সময় তাদের সামনে একটি ব্যাটারি চালিত রিক্সায় তিনজন আরো যাচ্ছিলো। এ
সময় পুলিশের সন্দেহ হলে তাদের দাঁড় করিয়ে তল্লাশির সময় একজনের কোমরে গোঁজা অবস্থায় ১ টি পিস্তল পাওয়া যায়। পিস্তলটি পুলিশ হেফাজতে নিতেই অপর একজন তাকে চাকু দিয়ে আঘাত করে। আঘাত বাম হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। পরে ওই যুবকরা পালানোর চেষ্টা করলে উপস্থিত সংগীয় ফোর্স তাদের জাপটে ধরে
আটক করে। পরে দেহ তল্লাশী করে তাদের থেকে ১ (এক) টি ৭.৬৫ পিস্তল, ১ (এক) টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও ১ টি চাকু উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০