নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার করা হয়েছে ও অটোরিক্সা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশের হাতে আটককৃতরা হলো, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল এলাকার রফিকুলের ছেলে আলামিন @ রুবেল (২০), চারঘাট উপজেলার সরকারপাড়া চরমোক্তারপুর এলাকার জানে আলীর ছেলে রকি (২৬) ও একই উপজেলার মোক্তারপুর মোড় এলাকার জসসেদ আলীর ছেলে মিলন (২৫)। চারঘাট ট্রাফিক মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম স্বাক্ষরিত
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের হাতে আটককৃতরা দীর্ঘদিন ধরে পেশাদার চোর ও ছিনতাই চক্র গঠন করে পরস্পর পরস্পরের সহযোগিতায় রাজশাহী মহানগর, রাজশাহী জেলা ও আশেপাশের জেলা থেকে গাড়ি চুরি করে। এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে ও চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার এবং একটি টিপ চাকু উদ্ধার করে। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০