নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আজ ইন্টার্ন চিকিৎসক, নার্স, পুলিশ সদস্য ও সাংবাদিকসহ ৩২ জন করোনা পজিটিভ হয়েছেন। আজ সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১২০ টি নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজিটিভ আসে।
করোনা আক্রান্তরা হলেন, রাজশাহী মেডিকেল কলেজের পিংকু হোস্টেলের ডা. মিজানুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডের নার্স দুলাল, একই ওয়ার্ডের নার্স লাবনি, নার্স নাসরিন, পিংকু হোস্টেলের মিঠুন, রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার শাহিন, সংকর আলী, বকুল, পুলিশ হাসপাতালের রেজাউল, শরিফুল, রোকসানা নিভা, কমল সাহা, শহিদুল, মিলন, আবুল কালাম, জাহিদুল, সাংবাদিক আমানুল্লাহ আমান, রাসিকের ৩ নং ওয়ার্ডের ডিঙ্গাডোবা এলাকার ওয়াসিনুর রহমান, ১৫ নং ওয়ার্ডের আব্দুল আজিম আল গাজী, ৯ নং ওয়ার্ডের আশরাফুল মামুন, ইউডি হেলথ সেক্টরের পারভেজ আনোয়ার, ৯ নং ওয়ার্ডের মনিরা সুলতানা, ২৭ নং ওয়ার্ডের নাদিরা হক, সাংবাদিক মোফাজ্জল বিদুৎ, ৯ নং ওয়ার্ডের কউমি, নারগিস খাতুন, রামেক হাসপাতালের প্যাথলজির নারগিস, ৯ নং ওয়ার্ডের জোসনা, উপশহর এলাকার আসাদ, ৯ নং ওয়ার্ডের আসাদুল ও ২৩ নং ওয়ার্ডের ফয়সাল।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, আজ রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১২০ টি নমুনা পরীক্ষায় ৩২ জন করোনা পজিটিভ হয়েছে। তাদের বিষয়টি জানানো হবে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০