নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আজ চিকিৎসক ও নার্স সহ আরো ৬৪ জন করোনা পজেটিভ হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব ও ও রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় মোট ৬৪ জনের করোনা পজিটিভ হয়। এরমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৪৮ জন ও রামেকের পিসিআর ল্যাবে ১৬ জন পজেটিভ হয়। করোনা পজেটিভদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্স রয়েছেন। আজ রোববার রাতে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুলসে তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে পবা, বাঘা, গোদাগাড়ী, মোহনপুর ও তানোরের মানুষ রয়েছেন।
করোনা ভাইরাস পজিটিভরা হলেন, রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. কামরুন্নাহার, আই বিভাগের হারুন অর রশীদ, রামেক হাসপাতালের নার্স মিনা, নার্স শিরিন, নার্স নাহিদ, আজহারুল, আইনুদ্দীন, উম্মে কুলসুম, ওয়াব, কামাল উদ্দিন, নুরুন্নবী, আইডি হাসপাতালের ফজলে ফাত্তাহ হোসাইন, মিসন
হাসপাতালের ফাতেমা, আইডির নাসরিন, রাসিকের ৬ নং ওয়ার্ডের শারমিন সুলতানা, ৯ এর সুজন, ৮ এর সাহেব, নুরবানু বেগম, ৯ এর শবনম সিদ্দিকা, ৩ এর মারুফ, পবা উপজেলার আফসার, ইমন, বাবর, বাঘা উপজেলার আব্দুল খালেক, কানন, সন্ধ্যা, বারতি, মাসুদ রানা, ইখলাসুর, পবার হামিদ, মাহি, ময়না, মিষ্টি,, গোদাগাড়ীর আনু, মোহনপুরের তারা, মফুয়ান, সাবের, নহরজান, শাওন, তুহিন, জাহাঙ্গীর, মিজান, আনারুল, মাহবুব ও সেলিম।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০