নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলায় আজ তিন চিকিৎসকসহ সর্বোচ্চ ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ এর পিসি আর ল্যাবে পৃথকভাবে নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে রামেক ল্যাবে ২৮ জন ও রামেক হাসপাতালে পিসি আর ল্যাবে ৬২ জনের কন্যা শনাক্ত হয়।
করোনা শনাক্ত হওয়া ৯০ জনের মধ্যে বেশিরভাগই রাজশাহী মহানগরীর বাসিন্দা। এর আগে মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ ৬৯ জনের করোনা শনাক্ত হয়। রামেক হাসপাতালে উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, রামেক হাসপাতালে পিসি আর ল্যাবে ১৮৪ টি নমুনা পরীক্ষা করে ৬২ জন করোনা পজেটিভ হয়। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০