নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা থানার সামনের রাস্তায় নওগাঁ থেকে রাজশাহীগামী চাউল ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গোলাম মোস্তফা (৬৫) নামের এক বৃদ্ধ ভ্যান চালক নিহত হয়েছেন। তিনি রাজশাহীর পবা উপজেলার মথুরা এলাকার মৃত আমিরুলের ছেলে। সোমবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পবা থানা পুলিশ। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। এ তথ্য নিশ্চিত করে পবা থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান
বলেন, সোমবার সকাল পৌনে ৭টার দিকে নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশ্যে একটি ট্রাক চাল নিয়ে যাচ্ছিলো। পথে ট্রাকটি পবা থানার সামনের রাস্তায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা একটি ভ্যান চালকের উপরে পড়ে। এতে ওই ভ্যান চালক গোলাম মোস্তফা ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ট্রাকটি জব্দ করা হয়। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হবে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০