রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিক্সা ও ব্যাটারী উদ্ধার এবং দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৪ জুন) নগরের মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে অটোরিক্সা উদ্ধার ও দুইজনকে আটক করে। আটককৃতরা হলো, রাজশাহী জেলার বাগমারা থানার মোহনগঞ্জ খাঁনপাড়া গ্রামের আতব আলীর ছেলে আসামী হিমেল (২২) ও মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের মৃত বুরহান আলীর ছেলে আসামী আব্দুল আলিম (৩৮)।
জানা গেছে, চলতি মাসের গত ২৩ জুন আসামী হিমেল মতিহার থানার বাজে কাজলা এলাকার সুমনের গ্যারেজ থেকে অটোরিক্সা ভাড়ায় চালানোর কথা বলে নিয়ে যায়। কিন্তু গভীর রাত পর্যন্ত অটোরিক্সা নিয়ে চালক না আসায় অটোরিক্সার মালিক হানিফ আসামী হিমেলের মোবাইলে একাধিকবার ফোন করলে তার ফোন বন্ধ পায়। রিক্সার মালিক হানিফ অনেক খোজাঁখুজি করে অটো না পেয়ে চালক হিমেলের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করেন।
মামলা পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা গত ২৪ জুন দিনভর অভিযান চালিয়ে নগরীর মতিহার থানার খড়খড়ি স্কুলের সামনে থেকে অটোরিক্সাসহ রাজশাহী জেলার বাগমারা থানার মোহনগঞ্জ খাঁনপাড়া গ্রামের আতব আলীর ছেলে আসামী হিমেল (২২)কে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যানুযায়ী ওই দিন দুপুর ২টার নগরীর এয়ারপোর্ট থানার বায়া এলাকা থেকে অটোরিক্সার ৫টি ব্যাটারীসহ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের মৃত বুরহান আলীর ছেলে আসামী আব্দুল আলিম (৩৮)কে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০