নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে চার দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করে। চার দফা দাবির মধ্যে রয়েছে, পুরাতন কারিকুলাম বহাল রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা, ইন্টার্ন ভাতা ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং উপবৃত্তি দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় উন্নীত করা, সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল
প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃজনপূর্বক নার্সিং কলেজসমূহ পূর্ণাঙ্গ কলেজে রুপান্তরিত করা। মানববন্ধনে রাজশাহী নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মেহদী হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক মেহদী হাসান, সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈশ ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম আশিক প্রমূখ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০