নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে চার কোটি টাকা মূল্যের ফেনসিডিল, হেরোইন, বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট, গাজা পাতার বিড়ি, কীটনাশক ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে রাজশাহীতে বিজিবির উদ্যোগে মাদকদ্রব্য ধ্বংসকরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার এনডিসি পিএসসি অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মকবুল হোসেন,
রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, র্যাব-৫ এর উপ অধিনায়ক মশিউর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি পিওএম সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক শিবলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিজিবি ১ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন ফেরদৌস মাহমুদ। অনুষ্ঠানে ফেনসিডিল ৬৪৯০৫ বোতল, ১৮ পুরিয়া, বিদেশি মদ ১২০১ বোতল, চোলাই মদ ২৬.৫ লিটার, ইয়াবা ১৯৭৬০ পিস, গাঁজা ১৪৪ কেজি, পাতার বিড়ি ৭৮০০ প্যাকেট, অনাগ্রা ৯০০২০ পিস, কীটনাশক ১৪৪ কেজি ও ইইঞ্জেকশন ৪১২৫ পিস। অনুষ্ঠানে শিক্ষার্থী সহ সবাইকে মাদক থেকে দূরে থাকার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০