সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং সুসংগঠিত করার লক্ষে শনিবার বিকেলে মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চন্দ্রিমা থানা ছাত্রদলের আয়োজনে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি। বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুদুর রহমান সৌরভ। সভা
সঞ্চালনা করেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্ত্তুজা ফামিম। এছাড়াও চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম আহবায়ক পিন্টু বিশ্বাস, আরিফুজ্জামান সোহেল, মানিক ও বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের যুগ্ম আহবায়ক তন্ময়সহ নগরীর বিভিন্ন থানা ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মূলত চন্দ্রিমা থানা ছাত্রদলের কমিটির গঠনের লক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চন্দ্রিমা থানা ছাত্রদলের নেতাকর্মী নিজ নিজ কর্মদক্ষতা মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০