রাজশাহী মহানগরীতে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, মাগুরা সদর উপজেলার দহলহাড়া গ্রামের বারিক মোল্লার ছেলে জাকির হোসেন (৩৫) ও রাজশাহীর পবা উপজেলার দাউদপুর গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৬)। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গতকাল আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন খড়খড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা, ৩৫০০ টাকা ও ১টি প্রাইভেট কারসহ শফিকুল ও জাকিরকে আটক করে। আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০