রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে মৃদুল (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। নগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম পশ্চিমপাড়া কৌটা পুকুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মৃদুল নগরীর ছোট বনগ্রাম পশ্চিমপাড়া কৌটা পুকুর মোড় এলাকার আলী হোসেনের ছেলে। আজ সোমবার সকালে খবর পেয়ে লাশটি উদ্ধার করে চন্দ্রিমা থানা পুলিশ।
জানা গেছে, নিহত যুবক মৃদুল অটোরিক্সা চালানোর পাশপাশি রংয়ের কাজ করতেন। সোমবার সকালে কাজে যাওয়ার জন্য তাকে সকালে ডাকতে আসে তার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে চালের উপরে লোহার এঙ্গেলের সাথে মৃদুলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ঘরের দরজা ভেঙে টিনের চালের উপরে লোহার এঙ্গেলের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো মৃদুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়।
এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি এমরান হোসেন বলেন, লাশ উদ্ধার করে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০